সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান সালাহউদ্দিন আহমেদের যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ্ব এম এ মালিক এর সমর্থনে বালাগঞ্জে সুধী সমাবেশ যুক্তরাজ্য বিএনপির সভাপতি আলহাজ্ব এম এ মালিক এর সমর্থনে বালাগঞ্জে সুধী সমাবেশ সরকারি ও প্রবাসীদের অর্থায়নে পুর্ন:নির্মিত ঈদগাহে নিজের ভাইয়ের নাম দিলেন আ. লীগ নেতা শিহাব কাল সিলেট আসছেন যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি এম এ মালিক বালাগঞ্জে ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতু দ্রুত সংস্কারকাজ শুরুর আহ্বান জানিয়েছেন কাইয়ুম চৌধুরী কমলগঞ্জে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ কমলগঞ্জে প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ স্বেচ্ছাসেবক দল নেতা মিজানকে জড়িয়ে অপপ্রচারের নিন্দা ও হুমকিদাতাকে গ্রেফতারের দাবি স্বেচ্ছাসেবক দল নেতা মিজানকে জড়িয়ে অপপ্রচারের নিন্দা ও হুমকিদাতাকে গ্রেফতারের দাবি

গীতিকার আছাব আলী দীর্ঘ সাধনার পর শাহ উপাধি লাভ করেন

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৫৭ বার পড়া হয়েছে

মোঃ আবুল বশর: পরিশ্রম কখনো বৃথা যায় না, এ যেন বাস্তবে প্রমাণ করলেন গীতিকার মোঃ আছাব আলী। যিনি জীবনের সমস্ত অহংকার ত্যাগ করে সাধারণ মানুষের মতো চলাফেরা করেন, জ্ঞানের আলো ছড়ান, তিনিই আজ নিজ মুর্শিদ বাড়িতে সম্মানিত হলেন, এক উচ্চ মর্যাদার শাহ উপাধিতে। পূর্বের নাম ছিল গীতিকার মোঃ আছাব আলী, এখন নামের সাথে যুক্ত হল (শাহ) বর্তমান নাম, গীতিকার শাহ মোঃ আছাব আলী, এখন থেকে এই নামে পরিচয় বহন করবেন।

হযরত সৈয়দ কামাল উদ্দিন আহমদ পীর শাহ দামড়ী (রহঃ) এর সিলসিলা মোতাবেক, বর্তমান গদিনিশিন পির মুর্শিদ কেবলা পীর সৈয়দ আহমদ জান শানু শাহ এই বিশেষ স্বীকৃতি প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, হযরত সৈয়দ কামাল উদ্দিন আহমদ পীর শাহ দামড়ী (রহঃ) শীর্ষ বক্ত আব্দুল খায়ের বশর। বর্তমান সাহেবজাদা আল আমিন।

গীতিকার শাহ মোঃ আছাব আলীর ভক্ত বৃন্দরা বলেন গানের রাজা, জ্ঞানের ভাণ্ডার, গরিবের বন্ধু, সত্যের প্রতীক গীতিকার,শাহ মোঃ আছাব আলীকে শাহ উপধি প্রদান করায় তার মর্যাদা আরো বেড়েছে। তিনি বলেন, শাহ আছাব আলী লিখেছেন অসংখ্য দেশের গান, দয়ালের গান, বিরহ বিচ্ছেদের গান, ইহকাল-পরকালের চিন্তার গান। তার কলমের প্রতিটি অক্ষর যেন আলোর জ্যোতি ছড়িয়ে দিয়েছে। তিনি আরো বলেন, দয়ালের কৃপায় আরও বহুদূর আছাব আলী এগিয়ে যাবেন। মানবতার সেবায় নিবেদিত থাকুন, সত্যের পথে অটক থাকুক এই কামনা করি।

শাহ উপধি লাভ করার পর অনুভুতি ব্যক্ত করে গীতিকার মোঃ আছাব আলী বলেন, আজ সেই মহামূল্যবান সৃষ্টির প্রতিদান দিলেন দয়াল মুর্শিদ। যা সত্যিকারের সাধকের জন্য এক অনন্য প্রাপ্তি। আমি পীর সৈয়দ আহমদ জান শানু শাহ এর কাছে চিরকৃতজ্ঞ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গীতিকার আছাব আলী দীর্ঘ সাধনার পর শাহ উপাধি লাভ করেন

আপডেট সময় : ১১:৫১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫

মোঃ আবুল বশর: পরিশ্রম কখনো বৃথা যায় না, এ যেন বাস্তবে প্রমাণ করলেন গীতিকার মোঃ আছাব আলী। যিনি জীবনের সমস্ত অহংকার ত্যাগ করে সাধারণ মানুষের মতো চলাফেরা করেন, জ্ঞানের আলো ছড়ান, তিনিই আজ নিজ মুর্শিদ বাড়িতে সম্মানিত হলেন, এক উচ্চ মর্যাদার শাহ উপাধিতে। পূর্বের নাম ছিল গীতিকার মোঃ আছাব আলী, এখন নামের সাথে যুক্ত হল (শাহ) বর্তমান নাম, গীতিকার শাহ মোঃ আছাব আলী, এখন থেকে এই নামে পরিচয় বহন করবেন।

হযরত সৈয়দ কামাল উদ্দিন আহমদ পীর শাহ দামড়ী (রহঃ) এর সিলসিলা মোতাবেক, বর্তমান গদিনিশিন পির মুর্শিদ কেবলা পীর সৈয়দ আহমদ জান শানু শাহ এই বিশেষ স্বীকৃতি প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন, হযরত সৈয়দ কামাল উদ্দিন আহমদ পীর শাহ দামড়ী (রহঃ) শীর্ষ বক্ত আব্দুল খায়ের বশর। বর্তমান সাহেবজাদা আল আমিন।

গীতিকার শাহ মোঃ আছাব আলীর ভক্ত বৃন্দরা বলেন গানের রাজা, জ্ঞানের ভাণ্ডার, গরিবের বন্ধু, সত্যের প্রতীক গীতিকার,শাহ মোঃ আছাব আলীকে শাহ উপধি প্রদান করায় তার মর্যাদা আরো বেড়েছে। তিনি বলেন, শাহ আছাব আলী লিখেছেন অসংখ্য দেশের গান, দয়ালের গান, বিরহ বিচ্ছেদের গান, ইহকাল-পরকালের চিন্তার গান। তার কলমের প্রতিটি অক্ষর যেন আলোর জ্যোতি ছড়িয়ে দিয়েছে। তিনি আরো বলেন, দয়ালের কৃপায় আরও বহুদূর আছাব আলী এগিয়ে যাবেন। মানবতার সেবায় নিবেদিত থাকুন, সত্যের পথে অটক থাকুক এই কামনা করি।

শাহ উপধি লাভ করার পর অনুভুতি ব্যক্ত করে গীতিকার মোঃ আছাব আলী বলেন, আজ সেই মহামূল্যবান সৃষ্টির প্রতিদান দিলেন দয়াল মুর্শিদ। যা সত্যিকারের সাধকের জন্য এক অনন্য প্রাপ্তি। আমি পীর সৈয়দ আহমদ জান শানু শাহ এর কাছে চিরকৃতজ্ঞ।