দিরাইয়ে পুলিশের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ

- আপডেট সময় : ১১:৪১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
- / ২৩১ বার পড়া হয়েছে
বাংলাদেশ পুলিশের আয়োজনে সুনামগঞ্জ জেলা পুলিশের তত্ত্বাবধানে জেলার দিরাই ও শাল্লা থানা এলাকায় গরীব ও দুস্থদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা ৩টায় দিরাই গণমিলনায়তন হলে দেড় শতাধিক হতদরিদ্রের হাতে ইফতার সামগ্রী তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ।
দিরাই থানার ওসি (তদন্ত) রতন দেবনাথের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন চৌধুরী প্রমুখ।
পুলিশ সুপার এহসান শাহ বলেন, আইনশৃঙ্খলা সমুন্নত রাখার পাশাপাশি মানবিক কার্যক্রমে পুলিশ বিভাগের অংশগ্রহণ হিসেবে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। রমজান মাসে সাধারণ মানুষের আর কাছাকাছি পৌঁছার লক্ষে বাংলাদেশ পুলিশ প্রধান মহোদয়ের নির্দেশনায় দেশের বিভিন্ন অঞ্চলে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করছে পুলিশ।