দক্ষিণ সুরমার গোপশহরে গ্রামের উন্নয়নে যৌথ সভা

- আপডেট সময় : ০২:২২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪
- / ১৬৯ বার পড়া হয়েছে
গ্রামের উন্নয়নে সবাইকে একসাথে কাজ করার প্রত্যয় নিয়ে দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের গোপশহরে সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (৭ জুন) দুপুরে গোপশহর পঞ্চায়েত কমিটির আয়োজনে গোপশহর যুব সংস্থা এবং অরুনোদয় যুব সংঘের সাথে যৌথ সভায় মিলিত হন গ্রামের সর্বস্তরের জনসাধারণ। সভায় গ্রামকে এগিয়ে নিতে সবাই একসাথে বসে করনীয় নির্ধারন করেন। সকল ভেদাভেদ ভুলে গ্রামের মুরব্বি, যুবক ও তরুণরা ঐক্যবদ্ব হয়ে গ্রামের উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
গোপশহর পঞ্চায়েত কমিটির সভাপতি আব্দুস সালাম দিলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশারফ খানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন গোপশহর পঞ্চায়েত কমিটির প্রধান উপদেষ্টা আকমল খান, সহ সভাপতি আমির উদ্দিন আহমদ, সহ সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন, গোপশহর যুব সংস্থার সভাপতি শাহ নেওয়াজ খান শাকিল, অরুণোদয় যুব সংঘের সভাপতি শফিউল ইসলাম সফি প্রমূখ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুব সংস্থার ধর্ম বিষয়ক সম্পাদক ফায়েক খান।
দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি হয়। পরে গ্রামের সবাই একসাথে বসে দুপুরের খাবার খান।